বোয়ালখালীতে পাগলা মহিষের তাণ্ডব নিহত ১, আহত ৫

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ১৪ ডিসেম্বর, ২০২০ at ৫:২৪ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে এক পাগলা মহিষের তাণ্ডবে মোঃ ইসমাইল প্রকাশ ঘটক ইসমাইল নামের (৫০) একজন নিহত ও নারী পুরুষ সহ কমপক্ষে আরো ৫ /৬ জন আহত হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে । গতকাল রোববার উপজেলার পশ্চিম গোমদণ্ডী ও মধ্যম শাকপুরা এলাকায় এ ঘটনা ঘটে। গত রাত সোয়া ১০ টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত একাধিক টিম কাজ করেও মহিষটিকে নিয়ন্ত্রণে আনা যায়নি।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে পশ্চিম গোমদণ্ডী এলাকায় একটি মহিষ হঠাৎ সাধারণ মানুষের ওপর আক্রমণ শুরু করে। তখন আতঙ্কে পথচারীরা দিক-বিদিক ছুটতে থাকে। মহিষটি মধ্যম শাকপুরা হতে পশ্চিম গোমদণ্ডীর ব্যাপক এলাকা জুড়ে যাকে যেখানে পেয়েছে সেখানে আক্রমণ করে বসে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, গতকাল বিকেল পৌনে ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে মহিষের আক্রমণে আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া পৌরসভার বহদ্দার পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইসমাইলকে (৫০) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহতরা হলেন, মধ্যম শাকপুরা এলাকার আবদুল হাকিমের স্ত্রী গুলছড়া বেগম (৮৫), পশ্চিম গোমদন্ডী এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খুশি বেগম (৪৫), মৃত মনজুর আহমদ ছেলে নুরুল আবছার (৪০), পূর্ব গোমদন্ডী এলাকার আহমদ কবিরের ছেলে মোঃ রহিম (২২)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, বিকেল থেকে এ পর্যন্ত চেষ্টা চালিয়েও মহিষটিকে নিয়ন্ত্রণে আনা যায়নি।
জেলা প্রাণি সম্পদ অফিসার মো. রিয়াজুল হক বলেন, জেলা প্রাণিসম্পদ অফিসের অভিজ্ঞ ভেটেরিনারি টিম ট্র্যাঙ্কুলাইজার গানসহ জরুরিভাবে ঘটনাস্থ্থলে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅক্সিজেন ও দশটি জরুরি পরীক্ষার খরচ নির্ধারণ
পরবর্তী নিবন্ধরায়ে সন্তুষ্ট আমজাদের স্ত্রী