বোয়ালখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আ. লীগ নেতা আহত

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে দোলন বড়ুয়া (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোর ৫টার দিকে উপজেলার আরাকান সড়কের বড়ুয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে। আহত দোলনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ভাই বাবুল বড়ুয়া।
আহত ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোলন বড়ুয়া মধ্যম শাকপুরা বড়ুয়ার পাড়ার রবীন্দ্র বড়ুয়ার ছেলে। তিনি ইপিজেডে পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রণি চৌধুরী জানান, ভোর ৫টার দিকে দোলন বড়ুয়া তার কর্মস্থল পতেঙ্গা ইপিজেডের উদ্দেশে ঘর থেকে বের হন। তিনি পায়ে হেঁটে শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল যোগে দুষ্কৃতিকারীরা তার গতিরোধ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পকেটে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেন। এর এক পর্যায়ে দোলন বড়ুয়ার মোবাইলটি ফেরত দিয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনা থানা পুলিশকে জানানো হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক দৈনিক আজাদীকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনার নিন্দা ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী রস্তম আলী, সাধারণ সম্পাদক জনার্দন চৌধুরী রগুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করা হবে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর কবরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির শ্রদ্ধা নিবেদন