আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বোয়ালখালীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এক প্রার্থীসহ ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন ও সাধারণ সদস্য পদে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। গতকাল রোববার যাচাই-বাছাই শেষে এ কথা জানান রিটার্নিং কর্মকর্তা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুসারে তাদের মনোনয়ন পরীক্ষা-নিরীক্ষা শেষে বাতিল ঘোষণা করা হয়। চরনদ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঋণখেলাপির অভিযোগে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. শামশুল আলম, আমুচিয়া ইউনিয়নের অজিত বিশ্বাস (স্বতন্ত্র) ও শাকপুরা ইউনিয়নে মো. এমরান (স্বতন্ত্র) এর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১৩-১৫ ডিসেম্বর মধ্যে আপিল দায়ের করতে পারবে এবং ১৮ ডিসেম্বর এসব আপিল নিষ্পত্তি করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী এখানকার ৭ ইউনিয়নে আগামী ১৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।












