বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের পুরস্কার বিতরণ

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত স্কুল ভিত্তিক মেধা মূল্যায়ন পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেছেন,আগামী ৪১’ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে কাজ করে যাচ্ছে সরকার।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়েেন আমাদের আগামী দিনের শিক্ষার্থীদেরকেও স্মার্ট হতে হবে। সৎ ও মানবিক হয়ে গড়ে উঠতে হবে। গতকাল বৃহস্পতিবার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে ও কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যন (ভারপ্রাপ্ত) এস এম সেলিম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, বোয়ালখালী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম প্রমুখ।

উল্লেখ্য উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মনোন্নয়ন ও আসন্ন এস.এস.সি পরীক্ষার্থীদের ভাল ফলাফলে অর্জনের লক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকঅভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা শেষে কর্মপরিকল্পনা অনুয়ায়ী ৭০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন কূটনীতিক পরিষ্কার বার্তা দিয়েছেন : খসরু
পরবর্তী নিবন্ধনগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২