বোয়ালখালীতে আ. লীগের সম্মেলনে দু’গ্রুপের সংঘর্ষ আহত ২০

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনেই এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ নেতাকর্মী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্মেলন চলাকালীন দুপুর ১টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পির নেতৃত্বে একটি মিছিল শ্লোগান দিতে দিতে সম্মেলন মাঠে প্রবেশ করে। এ সময় মঞ্চ থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন তাদের শ্লোগান থামাতে বলেন।

বারণ না শোনায় এমপি মোছলেমের অনুসারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মোনাফ মুহিন তাদের লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারে। এসময় দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এ ছাড়াও পুলিশ ও আওয়ামী লীগের দু’গ্রুপসহ ত্রিমুখী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এমপির অনুসারীদের হামলায় এসএম আবুল কালাম গ্রুপের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন জানা যায়।

আহতরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খালেদ মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পি, পৌরসভা ছাত্রলীগের সভাপতি জয় দে, সহ-সভাপতি এরপানুল ইসলাম ইওয়াজ, সহ- সম্পাদক মো. রাকিব, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ, মাহমুদুর রহমান, মো. জুয়েল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোরশেদ, আওয়ামী লীগ নেতা ইদ্রিছ, মো. হাসান প্রমুখ। তাদের মধ্যে মো. মোরশেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা উপজেলার বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তারা সবাই এসএম আবুল কালামের অনুসারী।

আহত ছাত্রলীগ নেতা খালেদ মাসুদ বলেন, হামলাকারীরা আগে থেকে চেয়ারের নিচে লাঠিসোটা ও লোহার রড নিয়ে প্রস্তুত ছিল। তারা অতর্কিত লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে। এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মোনাফ মুহিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে সে গাড়ি থেকে নেমে ফোন করবেন বলে সংযোগ বিছিন্ন করে দেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, হঠাৎ দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ৪০ জনকে আসামি করে মামলা, ছাত্র ও যুবদলের তিন নেতাকর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলক্ষ্য এক প্রতিপক্ষ ভিন্ন