ইউ পি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ চেয়ারম্যান ও ২ সদস্য প্রার্থীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন তাদের ।
জানা যায়, নির্বাচনী আচরণবিধি না মেনে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মনসুর আহাম্মদ বাবুল মোটর সাইকেল শোডাউন ও চরণদ্বীপ ইউনিয়নের প্রার্থী সামশুল আলম প্রতীক না নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। এ ছাড়াও সারোয়াতলী ইউনিয়নের দুই সাধারণ সদস্য প্রার্থী দেয়ালে পোস্টার লাগিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। খবর পেয়ে এ ৪ প্রার্থী হতে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার বলেন, উনারা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় এ অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়া তাদের সতর্কও করা হয়েছে।