বোলারদের প্রশংসায় সাকিব

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

সকালের কন্ডিশনের সুযোগ নিয়েই দ্রুতই ব্রেকথ্রু এনে দেবেন পেসাররাএমন প্রত্যাশা থাকে সাধারণত। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে গতকাল তেমনটা করতে পারেননি বাংলাদেশের পেসাররা। তখন সামনে থেকে এগিয়ে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। তার এনে দেওয়া ব্রেকথুর পরই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে স্বপ্নের শুরু করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে তাই বোলারদের প্রশংসায় মেতে উঠেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেভাবে এ ম্যাচটা আমরা খেলেছি, আমি খুব খুশি। আমাদের বিশ্বাস ছিল, উইকেট নিতে পারলে ঘুরে দাঁড়াতে পারব। কয়েকজন খেলোয়াড়ের জন্য এটা সহজ ছিল না। কিন্তু যেভাবে আমরা ব্যাটিং ও বোলিং করেছি, আমি খুশি ’ ‘এখানে আমরা অনুশীলন করে যাচ্ছি। জিততে চাইলে কঠিন আউটফিল্ডের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের তিনচারজন ফাস্ট বোলার আছে। তারা যেকোনো ম্যাচেই পার্থক্য গড়ে দিতে পারে। এটা লম্বা একটা টুর্নামেন্ট। আমি আশা করছি, তারা পরের ম্যাচগুলোয় আরও ভালো বোলিং করবে।’বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৫৭ রান করেছেন মিরাজ। তাকে নিয়ে সাকিব বলেন, ‘মেহেদী (মিরাজ) ভালো খেলছে। ড্রেসিংরুমে আরেকজন আছে শান্ত। তারা সব সময়ই দলের জন্য ভালো খেলতে উন্মুখ থাকে।’

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপ্রাকৃতিক দুর্যোগে দৈনিক বাস্তুচ্যুত ২০ হাজার শিশু : ইউনিসেফ