বোলসোনারোর সাবেক মন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ

ব্রাসিলিয়ায় তাণ্ডব

| বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

ব্রাজিলের রাজধানীতে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে হামলার ঘটনায় ব্রাসিলিয়ার জননিরাপত্তা প্রধান আন্দেরসন তোহিসকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের একজন বিচারক। তোহিস কট্টর ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর মন্ত্রিসভার বিচারমন্ত্রী ছিলেন। খবর বিডিনিউজের।

মঙ্গলবার বিচারক আলেকসান্দ্রি জি মোরাইস এ নির্দেশ দেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা। তোহিস চলতি মাসেই ব্রাসিলিয়ার জননিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

আর তিনি দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই বোলসোনারোর হাজার হাজার সমর্থক রাজধানীতে প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস আর সুপ্রিম কোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নজিরবিহীন তাণ্ডব চালায়।

পূর্ববর্তী নিবন্ধসোলেদারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার ওয়াগনার গ্রুপের
পরবর্তী নিবন্ধফ্লাইট সূচিতে জট, বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিমান চলাচল