কক্সবাজারের পেঁচারদ্বীপস্থ বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বোরি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৌহিদা রশীদ। এ পদে প্রথমবারের মতো একজন বিজ্ঞানীকে নিয়োগ দিয়েছে সরকার।
নতুন ডিজি ড. তৌহিদা রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদ্যা বিভাগের অধ্যাপক এবং প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। এই বিভাগে যোগদানের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ছিলেন। এর আগে ১৯৯৯–২০০৪ সাল পর্যন্ত তিনি শিল্প মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ড. তৌহিদা রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু ওভারসিজ স্কলারশিপের অধীনে জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
জলবায়ু পরিবর্তন নিয়ে ঐড়ষড়পবহব ঝবধ ষবাবষ ংপবহধৎরড় ড়ভ ইধহমষধফবংয নামে তার লিখিত একটি বইও রয়েছে, যেটি নেদারল্যান্ডের বিশ্ববিখ্যাত প্রকাশক স্পিঞ্জার কর্তৃক প্রকাশিত হয়েছে।