নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

| শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশি পর্যবেক্ষক কে আসলো আর কে গেলো, সেটি দেখার বিষয় নয়। দেশে একটি সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়ার কাজ চলছে, সেটি করছে ইলেকশন কমিশন। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। খবর বাসসের।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। তাই নির্বাচনকালে প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীতে পরিবর্তন হবে। তিনি বলেন, সরকার বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পেরেছে, এটি সরকারের একটি বড় সাফল্য। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক আবু জাফর রিপন ও পুলিশ সুপার আসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবোরির নতুন ডিজি ড. তৌহিদা রশীদ
পরবর্তী নিবন্ধশীতলপুর লোকনাথ সেবাশ্রমে ধর্ম সম্মেলন