বোয়ালখালীতে ৪ বসতঘর পুড়ে ছাই

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে এক অগ্নিকাণ্ডে একেবারে ছাই হয়ে গেছে ৪ বসতঘর। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি ক্ষতিগ্রস্তদের। গতকাল সোমবার সন্ধ্যায় পৌরসভার ৯নং ওয়ার্ডের চরখিদিরপুর হাজারীরচর বড়ুয়াপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এলকাবাসী ও ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে জানা গেছে, একটি বাড়ির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহুর্তেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুড়ে একেবারে ছাই হয়ে যায় এ বাড়ির কল্যাণী বড়ুয়া, প্রভা বড়ুয়া, সুমন ও বাবু বড়ুয়ার ঘরসহ ৪ বসতঘর।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এলাকাবাসি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান নিয়ে মানবেতর জীবন যাপন করে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধদুই গোলে পিছিয়ে থেকেও স্বস্তির ড্র মোহামেডান ব্লুজের
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের প্রকাশনা উৎসব