চট্টগ্রাম লেখিকা সংঘের প্রকাশনা উৎসব

| মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেখিকা সংঘের উদ্যোগে ৩ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব গত ১৫ সেপ্টেম্বর লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়। ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কবি ফরিদা ফরহাদের কবিতায় হাঁটাহাঁটি গ্রন্থ নিয়ে আলোচনা করেন প্রফেসর ড. নুরুল আমিন, মেহের আফরোজ হাসিনার ‘ভাবনা আমার পাখনা মেলে’ গ্রন্থ নিয়ে আলোচনা করেন কবি মনিরুল মনির, কবি মেহেরুন নেসা রশিদের কাব্যগ্রন্থ ‘করোনার শতকাব্য’ নিয়ে আলোচনা করেন কবি কোহিনূর শাকি। অনুভূতি ব্যক্ত করেন ৩ লেখক। কবি মর্জিনা আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক জিনাত আজম। উপস্থিত ছিলেন সাবিহা মুসা, .জয়নব বেগম, নাজলী লায়লা মনসুর, জান্নাতুল ফেরদৌস, লাবনী কাইয়ুম, পারভীন জালাল, কামরুন ঋজু, আয়েশা পারভীন চৌধুরী, লায়লা ইব্রাহিম চৌধুরী, রোকসানা বন্যা, আখতারী ইসলাম, রুমি চৌধুরী, সালমা রহমান, সৈয়দা সেলিমা আক্তার, নুসরাত সুলতানা, নিজামুল ইসলাম শরফী, বিকিরণ বড়ুয়া, শাহরিয়ার ফারজানা, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, অনিন্দ্য বড়ুয়া, আবদুল্লাহিল মজুমদার, এস এম মোখলেসুর রহমান, মৃণালিনী চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ৪ বসতঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে আমরা পৌঁছে যাবো উন্নত বাংলাদেশে