বোয়ালখালীতে সিএনজি ট্যাক্সি উল্টে বৃদ্ধ দম্পতি আহত

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ১০:১৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে সিএনজি ট্যাক্সি উল্টে এক বৃদ্ধ দম্পতি আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার আরাকান সড়কের নতুন রাস্তার মাথা সংলগ্ন বি কে কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের বাসিন্দা সঞ্জিত সূত্র দাশ (৭০) ও তার স্ত্রী রেনু সূত্র দাশ (৬০) আহত হয়। তারা খাগড়াছড়ি মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গোমদণ্ডী ফুলতলমুখী দ্রুতগতির সিএনজি ট্যাক্সিটি আরাকান সড়কের আমতল এলাকায় হঠাৎ উল্টে যায়। এতে গাড়িতে থাকা দুই যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, সিএনজি ট্যাক্সির দুই যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে সঞ্জিত সূত্র দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআতঙ্কে তারা ভুল করেছে চীনের পাল্টা শুল্ক নিয়ে ট্রাম্প
পরবর্তী নিবন্ধভাগাড়ে ময়লা পোড়ানো যাবে না : রিজওয়ানা