বোয়ালখালীতে শাহ মুন্দার আউলিয়া শর্ট বাউন্ডারি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গত শুক্রবার রাতে পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, সদস্য সচিব ইউসুফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এ এম কামাল উদ্দিন, এম রফিকুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম রাসেল, এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোর্শেদ প্রমুখ।












