বোয়ালখালীতে ২৫ লিটার চোলাই মদসহ ৩ জন আসামিকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
বুধবার (১৯ অক্টোবর) দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডুবপুল নুর মোহাম্মদের চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো সারোয়াতলী ইউনিয়নের মৃত আবুল কাসেমের ছেলে সাহিদুল আলম(২৮), শাকপুরা ইউনিয়নের কাবুল সর্দ্দারের ছেলে সুমন সর্দ্দার (২২) ও মৃত সুকুমার সর্দ্দারের ছেলে লিটন সর্দার (২৩)।
বোয়ালখালী থানার এসআই মো. কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে বোয়ালখালী থানার একটি ইউনিট উপজেলার শাকপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডুবপুল নুর মোহাম্মদের চায়ের দোকানের সামনে থেকে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসহাব উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।