বোমা হামলায় জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি

উদীচীর যশোর হত্যাকাণ্ড দিবস পালন

| সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

২৩ বছর আগে যশোরে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলনে বোমা হামলায় জড়িত উগ্রবাদী গোষ্ঠীকে বিচারের আওতায় এনে বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। গতকাল বিকালে নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর সরকারি স্কুলের সামনে আয়োজিত যশোর হত্যাকাণ্ড দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে বক্তারা এ দাবি করেন। বক্তারা নতুন প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক বোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
১৯৯৯ সালের ৬ মার্চ যশোরের ঠাউন হলে উদীচীর জাতীয় দ্বাদশ সম্মেলনে বর্বরোচিত বোমা হামলার বিচারের দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উদীচীর জেলা সংসদের সহ-সভাপতি মাহবুবুর রহমান। ‘সাথীদের খুনে রাঙা পথে দেখো হায়নার আনাগোনা, সইব না…’ এই স্লোগানকে সামনে রেখে হওয়া সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংবাদিক হাসান ফেরদৌস, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দীন সিকদার, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ, সহ-সাধারণ সম্পাদক জয়তী ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে একাত্মতা জানিয়ে আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ। প্রতিবাদী গান পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলার শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা উপজেলা বিএনপির বিক্ষোভ
পরবর্তী নিবন্ধমা-শিশুর নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক ডেলিভারির বিকল্প নেই