বোমা আছে সন্দেহে ঢাকায় বিদেশি বিমানের জরুরি অবতরণ

তল্লাশি করে মেলেনি কিছু

| বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে বিমানের একটি ফ্লাইটের জরুরি অবতরণের সময় ঢাকার শাহজালাল বিমানবন্দরেও বিদেশি একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করে। মালয়েশিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজটি আকাশে থাকা অবস্থায় এতে বোমা রয়েছে বলে সন্দেহ হলে গতকাল বুধবার রাতে এটি ঢাকায় জরুরি অবতরণ করে। বিমানটির অবতরণের আগে ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলোকে খবর দেওয়া হয়। নিরাপত্তাও বাড়ানো হয়। মধ্য রাতে সর্বশেষ খবরে জানা গেছে, বিমানটিতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। খবর বিডিনিউজের।
বিমানবন্দর থেকে জানা গেছে, বোমা আছে এমন তথ্য জানানোর পর শাহজালালে বিমানটির জরুরি অবতরণের ব্যবস্থা নেওয়া হয়। রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে। ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার তাপস কুমার দাস বলেন, বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ঘিরে সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তুুর অবস্থানের কথা জানানো হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিতরা বিষয়টি দেখছেন। বিমানবন্দরে ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়িও গেছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন রাত সাড়ে ১০টার দিকে বলেন, মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বোমা রয়েছে বলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন-চারটি গাড়ি সেখানে যায়। পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে বলে জানানো হয়। ফায়ার সার্ভিসে গাড়িগুলো (বিমান বন্দরের) গেইটে আছে। মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় আসছিল।

পূর্ববর্তী নিবন্ধগরু বিমানের কাছে গেল কীভাবে, তদন্তে কমিটি
পরবর্তী নিবন্ধ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি