বোনকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের হাতে ছুরিকাহত দুই ভাই

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

বোনকে বাঁচাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হাতে ছুরিকাহত হলেন দুই ভাই। গত বুধবার (১ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন বাটালী রোড বিআরটিসি এলাকায় এ ঘটনা ঘটেছে। বর্তমানে এক ভাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্য ভাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন আহতদের বোন আলো আকতার। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি নেজাম জানান, আসামি মো. সোহেল, ইদু মিয়া প্রকাশ হাত কাটা ইদু, রবি প্রকাশ মোবাইল চোর রবি, রিয়াদ হোসেনসহ অন্যান্য আসামিগণ দীর্ঘদিন ধরে বয়লার কলোনি এলাকায় মাদক ব্যবসা করেন। এ ব্যাপারে মাসখানেক আগে আহতদের বোন আলো পুলিশকে সংবাদ দিয়েছিল। গত ১ ডিসেম্বর আলো বাটালী রোড বিআরটিসি এলাকায় শোভা জুয়েলার্স নামক দোকানে স্বর্ণ বন্ধক রাখতে গিয়েছিল। তাকে দেখতে পায় সোহেল। সে ফোন করে অন্যদের ডেকে পাঠায়। এদিকে বোন আলো আকতার বিপদে পড়েছে শুনে ছুটে আসে তার দুই ভাই খলিল (২২) ও অলিল (২০)। এ পর্যায়ে আসামিরা তাদের তিন জনকে মারধর করে। একপর্যায়ে বোন আলোকে ছুরিকাঘাত করতে চাইলে সামনে দাঁড়িয়ে বাধা দেয়ার চেষ্টা করে খলিল ও অলিল। এতে খলিলের ডান হাতের কব্জিতে ও বাহুতে এবং অলিলের বাম হাতের কনুইয়ের উপর জখম হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে খলিলকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হলেও অলিলকে চমেক হাসপাতালের ২৫ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি কোতোয়ালী।

পূর্ববর্তী নিবন্ধ১৩ আসামির মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধঅবশেষে কমল এলপিজির দাম