বোধের সিঁড়িতে আদিম উল্লাস ফিরোজা সামাদ | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:১৩ পূর্বাহ্ণ নৈরাশ্যের ভারে নোয়ানো হৃদয় নিঃসঙ্গ স্মৃতিকাতর এক শালিকের মতো তোমার কাছে কি সবই ম্লান? কৃত্রিমতার চমকপ্রদ ঘোরলাগা নতুন ভোর যেনো এক শরতের পালক আমার অন্ধ প্রচেষ্টায় দেখো সহজ সরল উপলব্ধি।