বোধনের উচ্ছল ৫৯ আবর্তনের প্রশিক্ষণার্থীদের নবীনবরণ গতকাল শুক্রবার অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে নবীন প্রশিক্ষণার্থীদের ফুল, পাণ্ডুলিপি ও ডায়েরি দিয়ে বরণ করা হয়। অতিথি ছিলেন স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধর এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল। ত্রয়ী দে ও নৈঋতা ভট্টাচার্যের সঞ্চালনায় একক আবৃত্তি করেন লিংকন বিশ্বাস। উল্লেখ্য যে, এ আবর্তনে আগ্রহীরা প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ভর্তি কার্যক্রম চলবে।