বোধনের একদল শিল্পীর একক আবৃত্তির অনুষ্ঠান ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’ গতকাল সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে আবৃত্তি পরিবেশন করেন বোধনের শ্রাবণী দাশ, জসিম উদ্দিন, ঈশা দে, সুচয়ন সেনগুপ্ত, অনন্যা পাল ও জলিল উল্লাহ।
অতিথি শিল্পী হিসেবে আবৃত্তি করেন চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের কর্ণধার এহতেশামুল হক। আবৃত্তি সন্ধ্যায় অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। সংক্ষিপ্ত কথামালা শেষে অতিথিকে শুভেচ্ছা স্মারক তুলে দেন সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য দেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল। উপস্থাপনায় ছিলেন আবৃত্তিশিল্পী মৃণালিনী দেবী।
উল্লেখ্য, আজ সন্ধ্যে সাড়ে ৬ টায় বোধন আবৃত্তি স্কুলের প্রশিক্ষণার্থীদের সমাবর্তন জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।