বোধনের ইচ্ছামতি

| রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:৫২ পূর্বাহ্ণ

নগরীর চসিক অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শ্রেণীকক্ষে গত ৭ জানুয়ারি বোধন আবৃত্তি স্কুল শিশুবিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করেছে ‘ইচ্ছামতি’ শীর্ষক একক আবৃত্তি অনুষ্ঠান। সুবর্ণা চৌধুরীর স্বাগত বক্তব্যের পরই শিশুশিক্ষার্থীরা পরিবেশনা করে। কথামালায় ছিলেন ইসমাইল চৌধুরী সোহেল ও বিপ্লব কুমার শীল। আবৃত্তি পরিবেশন করেন সৃষ্টি ভৌমিক, রাফিয়াতুন সানজানা, অর্ক ভৌমিক, শিবাদ্রী ঘোষ, গৌরি দাশগুপ্ত, অধিয়ান নাথ, চিন্ময় চৌধুরী, সোয়াদ সাদমান আলম, হিমাদ্রি দাশ, ওয়াজিহা আহমদ মাইশা, শুভ্রময় বড়ুয়া, অরিত্র সেন, মৌনতা বড়ুয়া, রৌদ্দুর রায়, সুষ্মিতা বড়ুয়া, মৌমিতা বড়ুয়া, অংকিতা বড়ুয়া, আনন্দ আচার্য, তানিশা চৌধুরী, উম্মে ইকরা, সুপ্তি দাশ, ওয়াসিফা নুজহাত, মলি দে, সৌরেন্দ্র সেন চৌধুরী, একান্ত পাল, মেখলা বড়ুয়া মেঘা, অদ্রিকা বড়ুয়া, অস্মিতা সেন, অন্বেষা দে, শ্রেষ্ঠা বিশ্বাস, রাজদ্বীপ চৌধুরী, সৈয়দ তাজওয়ার মাহমুদ, অরুন্ধতী বড়ুয়া, তয়াদিয়া মাহমুদ। সঞ্চালনায় ছিলেন অর্পিতা চৌধুরী ও শ্রাবণী বণিক। শেষে আজ রবিবার বিকেল সাড়ে পাঁচটায় নগরীর টিআইসির গ্যালারি হলে বোধনের ৩৫ বছর পূর্তি অনুষ্ঠান এবং কাল সোমবার ১০ জানুয়ারি প্রয়াত আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতকে নিয়ে আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাজাখস্তানে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাবেক নিরাপত্তা প্রধান গ্রেফতার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ