বৈষম্য

কাজী শামীমা রুবী | শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৫:২৪ পূর্বাহ্ণ

অনাহারী খুঁজছে খাবার কেউবা আবার জব। ক্ষমতার জোরে কেউবা আবার করছে কলরব। কেউবা খুঁজে পায়ের তলায়
এক চিলতে মাটি। কেউবা আবার মঞ্চ কাঁপায় বলে কথা খাঁটি। জনগণের আর্তনাদ আর কন্ঠে ন্যায্য চাওয়া। শোষক শ্রেণী মজে আছে নিয়ে খাওয়া-দাওয়া। কেউবা আবার অবহেলায় রইল পথের ধারে চোর মাস্তান নিঃস্ব করে ফেলছে যারে তারে। কেউবা আবার অট্টালিকা বাঁধছে একাধিক। জৌলুশের ঠাট বাঠ আর পোশাকে ঝিকমিক। কেউবা আবার ফসল ফলায় জুটায় মুখের অন্য, কেউবা আবার স্বার্থসিদ্ধি করে নিজের জন্য। কেউবা আবার বিচার করে সেজে গণ্যমান্য। চাটুকার এর প্রশংসাতে পায় সে প্রাধান্য। অত্যাচারকে মেনে নিয়ে নিরীহদের বাস। বিশৃঙ্খলার এই সমাজে চলছে তাদের ত্রাস।

পূর্ববর্তী নিবন্ধইতিহাসের পাঠ : কিভাবে বঙ্গবন্ধু হলেন জাতির পিতা
পরবর্তী নিবন্ধজিনজিরায় তৈরি পণ্যের জন্য প্রয়োজন সরকারের আর্থিক ও নৈতিক সমর্থন