ভ্লাদিমির ইলিচ লেনিনের ১৫৫তম জন্মবার্ষিকীতে গত ২২ এপ্রিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিপিবির জেলা কমিটির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সম্পাদক নূরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড উত্তম চৌধুরী ও জেলা কমিটির সদস্য রেখা চৌধুরী।
নেতৃবৃন্দ বলেন, লেনিন ছিলেন বিশ্ব সর্বহারা বিপ্লবের অবিসংবাদিত নেতা। লেনিন ছিলেন মানব ইতিহাসকে বদলে দেয়ার এক মহান কারিগর। যিনি সারা দুনিয়ায় শোষিত বঞ্চিত মানুষকে এই প্রথম নিজেদের রাষ্ট্র বিনির্মাণ করতে নতুন স্বপ্ন দেখিয়েছেন। ১৯১৭ সালে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা কমরেড লেনিন বিশ্বব্যাপী পুঁজিবাদ, সাম্রাজ্যবাদী শোষণ ও লুঠনের বিরুদ্ধে মানব মুক্তির সংগ্রামে পথপ্রদর্শক। শোষণ বৈষম্যেহীন মুক্ত মানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লেনিন আজকেও প্ররণার উৎস। মার্কস ও এঙ্গেলসের দার্শনিক তত্ত্বকে আরো সমৃদ্ধ করেছেন কমরেড লেনিন। প্রেস বিজ্ঞপ্তি।