জুলাই শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, তরুণরা চাইলে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। জুলাই যোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।
আইআইইউসি : আইআইইউসিতে জুলাই শহীদ দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. আলী আজাদী বলেছেন, দেশকে গণতন্ত্রে উত্তরণের পথ জুলাই– যোদ্ধারাই সুগম করে। জুলাই–যোদ্ধারা সাহস না দেখালে ফ্যাসিবাদের জগদ্দল পাথর নামানো সম্ভব ছিল না। জুলাই যোদ্ধাদের স্বার্থহীন আত্মত্যাগে মানবতা মুক্তি পায়। তিনি বলেন, যদি আমরা জুলাইয়ের চেতনাকে সত্যিকার অর্থে ধারণ করতে পারি, তাহলে ফ্যাসিবাদ কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না।
গতকাল আইআইইউসিতে জুলাই শহীদ দিবস পালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম। বক্তব্য রাখেন ফরেন ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের পরিচালক ইকবাল হোসেন এবং পারচেজ অ্যান্ড প্রোকিউরমেন্ট ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদুল আলম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জেনি আকতার, আদিবা ইবনাথ, মীর আফিফুল ইসলাম, রিয়াজুল হক ও আবিদ বিন গফুর। অনুষ্ঠানে আইআইইউসি নির্মিত জুলাই জাগরণের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া।
হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয় : জুলাই শহীদ দিবস উপলক্ষে গতকাল বুধবার হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকল শিক্ষক–কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক শোক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাইমুর ইসলামের সঞ্চালনায় সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল আলম। প্রধান অতিথি বলেন, জুলাই যোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন দেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের উপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সুলতান মোহাম্মদ রিয়াজ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মনোতোষ চন্দ্র দাস, বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মঞ্জুর আলম এবং শিক্ষার্থী ইসরাত জাহান ইলা ও নবরাজ মিত্র। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউএসটিসি : ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ে (ইউএসটিসি) গতকাল জুলাই শহীদ দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শোক র্যালি, ভিডিও প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, জুলাই শহীদ দিবস উদ্যাপন কমিটির আহবায়ক ড. গুরুপদ চক্রবর্তী এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সকল চেয়ারম্যান ও শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীরা।
চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, তরুণরা চাইলে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে সেই পরিবর্তন শুধু তখনই সম্ভব যখন তারা নৈতিকতা, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধকে অগ্রাধিকার দেবে। আমাদের প্রত্যাশা দেশের তরুণদের স্বপ্ন, চিন্তা, কল্পনা এবং কাজকর্মের কেন্দ্রবিন্দুতে থাকবে জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। জাতিকে তরুণরা উপহার দেবে একটি শান্তি ও সৌহার্দপূর্ণ সুন্দর বাংলাদেশ।
তিনি জুলাই আন্দোলনে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান। গতকাল বুধবার কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। বক্তব্য রাখেন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ, অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম,সৈয়দ মোহাম্মদ ইকরাম, প্রিয়তোষ চক্রবর্তী, শিক্ষার্থী তাশাক আল আবিদ, তানভীর আহমেদ চৌধুরী, মাহফুজার রহমান মোহাব্বত, আদিল রায়হান ও ইফতেখার মাহমুদ তন্ময়। সভা সঞ্চালনা করেন ইইই বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী নুরুল্লাহ।
সাউদার্ন ইউনিভার্সিটি : সাউদার্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গতকাল পালিত হলো জুলাই শহীদ দিবস। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরন, শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। এ উপলক্ষে জুলাই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া, বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন ও শোক প্রকাশ করেছেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা–প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা : জুলাই শহীদ দিবস উপলক্ষে গতকাল আলমগীর খানকাহ শরীফে জামেয়ার অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভীর সভাপতিত্বে স্মরণসভা ও দু‘আ মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ কামাল উদ্দীন আযহারীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তারা ২০২৪ সালে আন্দোলনে নিহত শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এ অর্জনকে সামনে রেখে সকলের দেশ মাতৃকার কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করার উপর গুরুত্বারোপ করেন। উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ নাছির উদ্দীন নঈমী, আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মুহাম্মদ এয়াকুব হোসাইন, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী, অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ আল কাদেরী প্রমুখ। দোয়া ও মোনাজাত করেন অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী।