বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের ত্রৈবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন বলেছেন, আত্মপ্রত্যয়ী, বৈষম্যমুক্ত, স্বনির্ভর সমাজ বিনির্মানে স্কাউট আন্দোলনকে পাড়ায় পাড়ায়, মহল্লায়, গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে।এজন্যে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে প্রচুর স্কাউট লিডার সৃষ্টি করতে হবে‘। সভায় বক্তাগণ চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটের কার্যক্রমকে জোরদার করার ওপর গুরুত্ব দেন। সভার ২য় পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ব্যালটে আঞ্চলিক কমিশনার নির্বাচিত হন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ড. এ কে এম সামছুদ্দিন আজাদ,সর্বোচ্চ ভোটে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন স্কাউটস লিডার অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। ইন্সট্রাক্টর পিটিআই (অব.) স্কাউটার জাকের আহমদ। সর্বোচ্চ ভোটে কমিশনার নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ। সহ সভাপতি পার্থ প্রতিম দাশ ও মোহাম্মদ জসিমউদদীন, খায়রুজ্জামান চৌধুরী, সম্পাদক পদে এস এম শাহনেওয়াজ আলী মির্জা ও যুগ্ন সম্পাদক পদে মো.ইমরান হোসাইন নির্বাচিত হন।বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত তিনজন কাউন্সিলর প্রতিনিধি হলেন বান্দরবান জেলা শিক্ষা অফিসার আবু সালেহ মোহাম্মদ ফরিদ উদ্দিন,কুসুম কুমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার বেগম ও আ ন ম আজগর হোসাইন। গত ২৫ মার্চ চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল (চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা, কক্সবাজার, রাংগামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) এর ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের এডহক কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কাউন্সিল সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। অনুষ্ঠানে আঞ্চলিক এডহক কমিটির যুগ্ন আহ্বায়ক এডিসি (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, সদস্য প্রফেসর ফজলুল কাদের চৌধুরী লীডার ট্রেনার (পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল), নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আকতার হোসেন বক্তব্য রাখেন। কাউন্সিলে বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আমিন রুবেল ও রিয়াজুল করিম। ২য় পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস সাবেক প্রধান জাতীয় কমিশনার মোহাম্মদ ফজলুর রহমান। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও পাশ,অডিটর নিয়োগ, নিজস্ব বহুতল স্কাউট ভবন প্রতিষ্ঠা সহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।