বৈশাখ কাটুক এবার সচেতনতা নিয়ে

নুসরাত জাহান মুক্তা | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

পহেলা বৈশাখ বাঙালিদের নতুন বছরের আগমন বার্তা। পুরাতন বর্ষকে বিদায় দিয়ে আমরা নতুন একটি বর্ষকে বরণ করে নিই। বাংলা আজ অসুস্থ, জাতি আজ করোনার থাবায় মর্মাহত। নতুন বর্ষ উদযাপনে করোনা পরিস্থিতির ফলে জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করা হয়েছে। ফলে, অনলাইনের মাধ্যমে নববর্ষের অনুষ্ঠান করতে বলা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ এর ফলে সবাইকে এবার ঘরে থেকেই নতুন বর্ষকে বরণ করতে হবে। এ যেন বৈশাখের এক অচেনা আগমন! নতুন বর্ষ শুরু করতে হবে, সচেতনতার শপথ নিয়ে। পুরাতন স্মৃতি ভুলে, কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গীকার করতে হবে। ঘরে বসে হোক প্রার্থনা, ভালো দিন আসার জন্য প্রহরগোনা। ১৪২৮ বাংলা করোনাকে ছাপিয়ে নিয়ে আসুক শান্তি সুখের হাওয়ার মাঝে। আমাদের সবার মধ্যে যদি স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতাবোধ সৃষ্টি করা যায়, তবে একটা সময় কেটে যাবে দুঃখ – দুর্দশার দিন, আবার নতুন করে উজ্জীবিত হবে পুরো দেশ। তখন অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় পালিত হবে নববর্ষের দিনগুলো। নববর্ষে একটাই চাওয়া, পৃথিবীর পরিবেশ দ্রুত সুস্থ হয়ে উঠুক।

পূর্ববর্তী নিবন্ধপহেলা বৈশাখ : বাঙালির প্রাণের উৎসব
পরবর্তী নিবন্ধবৈশাখীমন