বৈলতলীতে নিশ্চলানন্দ অবধূতের ৮১তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়। অনুষ্ঠানে মোহনান্দঅবধুত পরমহংসজীর কর্ম ও জীবন এবং মুক্তিযোদ্ধা দেবপ্রসাদ দাস কর্তৃক রচিত বইয়ের ে মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন বনগোপাল চৌধুরী, প্রফেসর স্বদেশ চক্রবর্তী. স্বামী গিরিজা নন্দ পুরি, তাপসা নন্দ গিরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।