বৈরী আবহাওয়ার কারণে গতকাল সোমবার বিকেল পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে ট্রলারসহ কোন নৌযান চলাচল না করায় উভয় পাড়ে আটকা পড়েছে পর্যটক ও টেকনাফ-কক্সবাজার আসা দ্বীপটির স্থানীয় বাসিন্দারা। ট্রলার চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছে আড়াইশ পর্যটক।
সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, সোমবার সকাল থেকে ঝড়ো-বৃষ্টি থাকলেও বিকেলে অবস্থা স্বাভাবিক হওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ট্রলার মাঝিরা বিকেল হয়ে যাওয়ার কারণে কোন ট্রলার ছাড়েনি। এ নিয়ে তুমুল হইচই শুরু হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। তিনি জানান, সর্বশেষ আজও (সোমবার) পর্যটকদের দ্বীপে থাকতে হচ্ছে। তবে মঙ্গলবার সকালে সব ঠিক থাকলে দ্বীপ ছাড়বেন তারা। তবে আমরা এখানে পর্যটকদের খোঁজ খবর রাখছি, যাতে তাদের কোন অসুবিধা না হয়।











