নগরীর হালিশহর ও সীতাকুণ্ড থেকে বৈদ্যুতিক তার চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৪২ কেজি ওজনের চুরি যাওয়া তার। গ্রেপ্তারকৃতরা হল মো. আশরাফ উদ্দিন প্রকাশ তুষার হোসেন, মো. ইরফান, মো. মহিউদ্দিন ও মো. মোস্তাফিজুর রহমান মফিজ। গতকাল বুধবার পৃথক অভিযানে তারা গ্রেপ্তার হয়।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান বলেন, রেলওয়ে ট্রেনিং একাডেমিতে হাবিলদার পদে ইউনিট ইনচার্জ হিসেবে কর্মরত মো. আমিনুল হকের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।










