বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড

মেটানো যাবে ১২ মাসের আমদানি ব্যয়

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ জুন, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। করোনাকালে রিজার্ভের এই রেকর্ড দেশের অর্থনীতিকে নতুন উচ্চতা দান করেছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক গতকাল বৈদেশিক মুদ্রার যে তথ্য প্রকাশ করেছে তাতে উল্লেখ করা হয়েছে, রিজার্ভের পরিমাণ ৪৬ দশমিক শূন্য ৮২ বিলিয়ন ডলার। এর আগে গত এপ্রিলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার ছাড়ানোর তথ্য প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক। মাত্র এক মাসের ব্যবধানে রিজার্ভ এক বিলিয়ন ডলার বেড়ে যাওয়াকে বড় ব্যাপার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত রাতে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজাদীকে জানান, রিজার্ভ নতুন রেকর্ড করেছে। ভয়াবহ করোনাকালেও প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স প্রবাহ ঠিক থাকা এবং সরকারি কিছু নির্দেশনায় রপ্তানি খাত গতিশীল থাকায় রিজার্ভের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অবশ্য আকুর ব্যয় পরিশোধ এবং আমদানি বাড়লে রিজার্ভ কিছুটা কমে যাবে। যেকোনো দেশের তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকতে হয়। তিনি জানান, বাংলাদেশের বর্তমান রিজার্ভ দিয়ে এক বছরের আমদানি ব্যয় মেটানো সম্ভব। রিজার্ভের এই ধারা ধরে রাখতে পারলে বাংলাদেশের অর্থনীতি নতুন ভিত পাবে।

পূর্ববর্তী নিবন্ধসাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধস্কুল-কলেজের ছুটি বাড়ল ৩১ জুলাই পর্যন্ত