দেশে গত এক দিনে মারা যাওয়া কোভিড রোগীর সংখ্যা কিছুটা কমে এলেও দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ২৬ হাজার নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭১০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ৬৫ জন কোভিড রোগীর।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬২৮ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ, যা আগের দিন ৯ দশমিক ৬৬ শতাংশ ছিল। খবর বিডিনিউজের।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৪৩০ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল, মৃত্যু হয়েছিল ৭০ জনের। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৬৬৭ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি। যে ৬১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ১৭ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর দেশের কোভিড পরিস্থিতির সাপ্তাহিক যে পরিসংখ্যান দিয়েছে, তাতে গত ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহে দেশে শনাক্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় (২৩ থেকে ২৯ আগস্ট) ৩৩ দশমিক ৬৭ শতাংশ কমেছে। মৃত্যু কমেছে ২৫ দশমিক ২৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৭ হাজার ৫৪৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৯১ হাজার ৬১০টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬৯ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।