দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল–ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্যক্তিগত চেম্বার আজ থেকে ২৪ ঘণ্টা সব ধরনের সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা। গতকাল সোমবার বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মো. ফয়সল ইকবাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রক্তিম দাশের উপর হামলাকারী ছৈয়দ চেয়ারম্যানসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও চট্টগ্রাম মেডিকেল সেন্টারের এনআইসিইউতে কর্তব্যরত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রিয়াজ উদ্দিন শিবলুর ওপর হামলার মূল আসামিসহ জামিনপ্রাপ্ত আসামিদের জামিন বাতিলের দাবি ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার প্রাইভেট প্র্যাকটিস (ব্যক্তিগত চেম্বার, হাসপাতালে নতুন রোগী ভর্তি, ডায়াগ্নস্টিক সেন্টারে নতুন রোগীর সেবা) বন্ধ থাকবে। বেসরকারি হাসপাতাল ক্লিনিক এ পূর্বদিনের ভর্তি রোগীর চিকিৎসা সেবা চলবে। ডায়াগনস্টিক সেন্টারে পূর্বের রোগীর রিপোর্ট ডেলিভারি দেয়া যাবে, কোনো প্রকার নতুন রোগী এন্ট্রি বা সেবা দেয়া যাবে না। গত ১৭ এপ্রিল বিএমএ চট্টগ্রাম শাখা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, চট্টগ্রাম শাখা, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি, চট্টগ্রাম এবং বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি, চট্টগ্রাম ও অন্যান্য চিকিৎসক সংগঠনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি পালিত হবে বিবৃতিতে জানানো হয়।
বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি চট্টগ্রামের সভাপতি ডা. মোহাম্মদ শরীফ বলেন, কর্মস্থলে চিকিৎসকের ওপর হামলা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। রোগীর মৃত্যু হলে ভুল চিকিৎসা কিংবা দায়িত্ব অবহেলার অভিযোগ এনে চিকিৎসকের ওপর হামলা করা হচ্ছে। এভাবে হলে চিকিৎসকরা ক্রিটিকাল পেশেণ্টের সেবা কিভাবে দিবে। আমরা অনেক ধৈর্য্য ধরেছি, এখন আর পারছি না।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি ডা. নাসির উদ্দিন মাহমুদ বলেন, আমাদের একটাই দাবি কর্মস্থলে চিকিৎসকদের সুরক্ষা দিতে হবে। এছাড়া চিকিৎসকের ওপর হামলার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রক্তিম দাশের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এরপর ১৪ এপ্রিল সকালে নগরীর মেডিকেল সেন্টারে হামলার শিকার হন ওই হাসপাতালের চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলু।