ঢাকায় কাতারের আমির, লাল গালিচা অভ্যর্থনা

| মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আলথানি দু’দিনের সরকারি সফরে গতকাল দেশে পৌঁছালে তাঁকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। গতকাল বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমীরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এর আগে আমির ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমান বিকেল ৫টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আমীরের অবতরণের সময় ২১বার তোপধ্বনি করা হয়। এরপরে আমীরকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। তাঁকে রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। খবর বাসসের। পরে কাতারের আমীর প্যারেড পরিদর্শন করেন। পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কাতারের আমীরকে প্রেজেন্টেশন লাইনে অপেক্ষমানদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং আমীরও তাঁর প্রতিনিধিদের সাথে রাষ্ট্রপতিকে পরিচয় করিয়ে দেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মো. নসরুল হামিদ বিপু, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে ঢাকায় এসেছেন কাতারের আমীর।

পূর্ববর্তী নিবন্ধ৪ মে থেকে ট্রেনে ১শ কিমির বেশি যাত্রায় বাড়ছে ভাড়া
পরবর্তী নিবন্ধবেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারে আজ ২৪ ঘণ্টা সেবা বন্ধ