বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ট্যাক্স প্রত্যাহারের দাবিতে গত শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘নো ট্যাক্স অন এডুকেশন’ এর ব্যানারে মানববন্ধন ও মিছিল করেছে চট্টগ্রামের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থী সাইফুর রুদ্রের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শাহরিয়ার রাফি, আবু মহসিন, তাসনিম আনিকা, সৈয়দ ইনজাম, প্রিতম বড়ুয়া, সাকিব হোসেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা একটি মৌলিক অধিকার। এটি কোন পণ্য বা ব্যাবসা নয়। একটি মৌলিক অধিকার নিয়ে এমন মুনাফালোভী কর প্রস্তাবনা শিক্ষার্থীরা প্রত্যাখান করছে। তারা অবিলম্বে কর প্রস্তাবনা বাতিল করার জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।