বাংলাদেশের সব মানুষকে যদি টিকার আওতায় আনতে হয় তবে অল্পসময়ের মধ্যে প্রায় ২৪ কোটি ডোজ টিকা প্রয়োজন। ঠিক এই সময়ে সরকারের পক্ষে এতো টিকা ম্যানেজ করা কঠিন হবে। অন্যদিকে পৃথিবীর উন্নয়নশীল দেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রবাসী কর্মী, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ফ্রন্ট লাইন কর্মী, বয়স্ক মানুষ, বিদেশি বিনিয়োগকারী, জটিল রোগীদের আগে টিকা দিয়ে দেশ বিদেশে আয় রোজগারের ব্যবস্থা করতে হলে সরকারের উচিৎ একটা নীতিমালা প্রণয়ন করে, বেসরকারিভাবেও টিকা ক্রয় করে টিকা সেবার ব্যবস্থা করা। এতে বিত্তবানরা নিজে যেমন নিতে পারবে তার সংশ্লিষ্ট সকলকেও সাহায্য করতে পারবে। আবার সব দেশে সব কোম্পানির টিকা গ্রহণযোগ্য নয় বলে অন্তত প্রবাসী, বিদেশি ছাত্র-ছাত্রী, বিদেশি বিনিয়োগকারী এবং দূতাবাসের কর্মকর্তারা তাদের দেশের পছন্দের টিকাটি সংগ্রহ করতে পারবে। জীবনও বাঁচবে জীবিকারও ব্যবস্থা হবে। তবে টিকা আমদানির ও বিক্রির ব্যাপারে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন হবে, যাতে এখানেও একচেটিয়া ব্যবসা হয়ে না যায়।