বেশ আছি পরিপাটি

সাদিয়া আফরিন | বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

আমার মনের ঘরে যেদিন তুমি

সুগন্ধি ছড়িয়ে এসেছিলে,

সেদিন আমি বড্ড বেশি এলোমেলো।

পুরোনো পোশাকে জড়ানো অঙ্গে

ছিলো না কোন চাকচিক্য।

উষ্কখুষ্ক চুলে পড়ে নি কোন

চিরুনির আদর।

পরিপাটি তুমি যেদিন এসে বসেছিলে

হৃদয় গহীনে,

সেদিন আমি ছিলাম বড্ড বেশি অগোছালো।

রাতের ঘুম নষ্ট করা চোখের কোণের কালি

আলগা কাজলের অপূর্ণতা ঢেকে দিয়েছিলো।

ঠোঁটে ছিলো না কোন রং এর ছোঁয়া।

খুবই সাদামাটা, এবং সাধারণ এই আমি।

আজ আমি খুব গোছানো, পরিপাটি।

শুধু তুমি রইলে না আমার হয়ে।

পূর্ববর্তী নিবন্ধমনটা
পরবর্তী নিবন্ধও.আর.এস সমাচার ও ডা. দিলীপ মহলানবিশ