বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়ার ঘটনায় আবু নোমান (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে নগরীর আকবর শাহ থানার বিশ্বকলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানান আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর।
গ্রেপ্তার নোমান আকবর শাহ এলাকার বাসিন্দা। ঢিল ছোড়ার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে রিজওয়ানা হাসান আকবর শাহ থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে আবু নোমানের নাম ৩ নম্বরে উল্লেখ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে আকবর শাহ এলাকায় পাহাড় কাটা ও পাহাড়ি ছড়া ভরাটের স্থান পরিদর্শনে যান রিজওয়ানা হাসান। এ সময় নোমানসহ কয়েকজন তাকে বাধা দেন। তাদের গাড়ি আটকে রাখা হয়। ফিরে আসার সময় রিজওয়ানা হাসানকে বহনকারী গাড়িতে ঢিল ছোড়া হয়।
অভিযুক্ত আবু নোমানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর।
বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি : বিডিনিউজ জানায়, পাহাড় কাটা ও খাল ভরাটের ঘটনা পরিদর্শনকারী বেলার কর্মকর্তাদের বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন দেশের ৫২ জন মানবাধিকার ও পরিবেশকর্মী। গতকাল এএলআরডি নির্বাহী পরিচালক শামসুল হুদার পাঠানো এক বিবৃতিতে উদ্বেগ–নিন্দা প্রকাশের পাশাপাশি জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল, হামিদা হোসেন, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবির, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি জেড আই খান পান্না, সিপিডির ট্রাস্টি দেবপ্রিয় ভট্টাচার্য্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রানা দাশগুপ্ত প্রমুখ।