জাতীয় রাজস্ব বোর্ড এর কর অঞ্চল-কুমিল্লার আওতাধীন সার্কেল-৮ কর্তৃক মেসার্স ওয়ালি কার কালেকশনের স্বত্বাধিকারী গাড়ি ব্যবসায়ী বেলায়েত হোসেন ২০১৯-২০২০ কর বছরে ২য় বারের মত ফেনী জেলার ২য় সর্বোচ্চ আয়কর প্রদানকারী নির্বাচিত হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা এবং কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ২০১৯-২০২০ কর বর্ষে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত সভায় বেলায়েত হোসেনকে ২য় বারের মত সর্বোচ্চ করদাতা সম্মাননা প্রদান করেন। হোটেল নুরজাহানে অনুষ্ঠিত সর্বোচ্চ করদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, বিশেষ অতিথি ছিলেন কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী, ভ্যাট কমিশনার মো. আবুল ফজল মীর, জেলা প্রশাসক ফারুক আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।