আহমদ শরীফ বিপ্লবী চেতনার মশালকে বহন করেছেন

পটিয়ায় জন্মশতবর্ষের অনুষ্ঠান

| মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩১ পূর্বাহ্ণ

পটিয়ায় ড. আহমদ শরীফের জন্মশতবর্ষের অনুষ্ঠানে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেছেন, আহমদ শরীফ কেবল লেখার মধ্য দিয়ে নয়, জীবনের মধ্য দিয়ে সামাজিক অচলায়তনের বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি জীবদ্দশায় সমালোচিত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, লেখনির মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে। তিনি দেশদ্রোহিতার মামলাতেও পড়েছিলেন। যখন জাহানারা ইমাম মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে গণআদালত করেছিলেন। তিনি আরো বলেন, আহমদ শরীফ বিপ্লবী চেতনার মশালকে বহন করেছেন। এ মশালটি যেন হারিয়ে না যায়। ক্ষয়িষ্ণু সময়ে আহমদ শরীফের মতো বর্ধিষ্ণু চিন্তার, মানুষের দরকার।
পটিয়ার কৃতীসন্তান গবেষক, শিক্ষক অধ্যাপক ড. আহমদ শরীফের জন্মশতবর্ষ উপলক্ষে জন্মশতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে গত ২০ ফেব্রুয়ারি পটিয়া ক্লাব মিনি হলে ‘জন্মশতবর্ষে স্মরণে-শ্রদ্ধায় আহমদ শরীফ’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবদুল আলিমের সভাপতিত্বে সভার শুরুতে অতিথিরা আহমদ শরীফের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন, ড. আহমদ শরীফের পুত্র, ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড. নেহাল করিম। স্বাগত বক্তব্য দেন, পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট কবি শেখর নাথ পিন্টু। শ্রদ্ধা নিবেদন করেন, কবি-সাংবাদিক রাশেদ রউফ ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। আহমদ শরীফ স্মরণে কবিতা আবৃত্তি করেন, কবি হাসান ফকরি। অনুষ্ঠান পরিচালনা করেন, পরিষদের সমন্বয়ক শিবুকান্তি দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেলায়েত হোসেন ফেনীর সর্বোচ্চ করদাতা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু