হযরত শাহ সুফি আমানত খান (রহ.)-এর বংশধর ও সাজ্জাদানশীন হযরত শাহ সুফি শাহজাদা সৈয়দ মো. খাজা বেলায়েত উল্লাহ খান আল হাসানী (রহ.)-এর ১ম ওফাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত শনিবার শাহ আমানত খান (রহ.) দরগাহ শরিফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়ার উদ্যোগে মাজার প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আওলাদেপাক ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল–আমানতীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ওয়াহিদ জামান, প্রকাশক ও কলামিস্ট সাহাব উদ্দীন হাসান বাবু, শাহজাদা আহসান উল্লাহ খান, আবু মনছুর, মশিউর রহমান জনি খাদেম, মুনিরুল ইসলাম অপু প্রমুখ।
কর্মসূচিতে ছিল দুস্থদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প। বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনভর বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করেন। বাদে আছর শাহজাদা মো. এনায়েত উল্লাহ খান দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন ব্যারিস্টার তানজিরুল ইসলাম, নগর বিএনপি সদস্য আনোয়ার হোসেন লিপু, গিয়াস উদ্দিন ভূঁইয়া, এস এম আজাদ, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন খান, ফখরুল ইসলাম শাহিন, ইসমাইল হোসেন নিশান, তৌফিকুর রশীদ তুরিন। প্রেস বিজ্ঞপ্তি।












