বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের ‘বিপজ্জনক ও দায়িত্বহীন’ ঘোষণার নিন্দা জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ইউক্রেন বলছে, রাশিয়ার এমন সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি। বেলারুশকে জিম্মি করে মস্কো এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও মনে করছে ইউক্রেন। শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র স্থাপনের পরিকল্পনা প্রকাশ করলেও তার নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখবে বলে জানিয়েছিলেন।
এমনকি এই পদক্ষেপ পরমাণু অ প্রসারণ চুক্তি লঙ্ঘন করবে না দাবি করে পুতিন বলেছেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের (পরমাণু) অস্ত্র স্থাপন করেছে। এটা তেমনই। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে নেটোর মুখপাত্র রয়টার্সকে ইমেইলে বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র সমপ্রসারণের ঘোষণা এবং দেশের বাইরে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের উদাহরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খবর বিডিনিউজের।