বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ের ভ্যান্ডারহ্যাসল্টর সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে আগ্রাবাদ মেট্রোপলিটন চেম্বারেরর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন চেম্বারের সহ–সভাপতি এএম মাহবুব চৌধুরী। বেলজিয়ামের রাষ্ট্রদূত এবং অর্থনৈতিক মিশন প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে হাই কোয়ালিটি বিদ্যুৎ উৎপাদনকারী সোলার সিস্টেম, নদী বা পুকুর পানি থেকে পরিশোধনের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বন্দর ড্রেজিংয়ের জন্য ভারী যন্ত্রপাতি, আইসিডি লজিস্টিক কন্টেনার হ্যন্ডেলিংয়ের যন্ত্রপাতি, মেডিকেল ইকুইপমেন্ট, কৃষি যন্ত্রপাতি সহ অন্যান্য ভারী সেক্টরে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিএমসিসিআই পরিচালক এম আব্দুল আওয়াল, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, এম. সোলায়মান এবং ডব্লিউ আর আই মাহমুদ রাসেল প্রমুখ। মতবিনিময় সভায় বিএসআরএম গ্রুপের স্ট্র্যাটেজি ও প্রজেক্টস্ ডিজিএম মো. মনির হোসেন, মারুফ পাটোয়ারী, মো. এস্কান্দার, মো. শহীদুল আলম, মো. তাজউদ্দিন, মো. জামাল উদ্দিন এবং মো. নূর নবী রিপন বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।