বেদনার নীল জলস্রোত

কানিজ ফাতেমা সোমা | রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ১০:১৩ পূর্বাহ্ণ

বহুকাল তোমায় দেখিনা
কয়েকটা বছর কিংবা কয়েকটা যুগ
সাজানো গোছানো সোনার মন্দিরে দুখেরা কেবল হাসে
বাগানের ফুলের কলি ঝরে যেতে চায় অগোচরে;
স্নিগ্ধ ভোরে পাখ-পাখালির থেমে যায় কলরব।

দ্বিধান্বিত মনে আশা-নিরাশার বাসা বাঁধে অযত্নে,
তাঁরার আকাশে আজ প্রাণ নেই;
আছে শুধু সহস্র বেদনার নীল জলস্রোত।

প্রজ্বলিত সূর্যের বুক-মলিনতার আবরনে নিখোঁজ;
রৌদ্র-বৃষ্টি বুঝে না অন্তরীক্ষের ফেরিওয়ালার আকুতি
ভয়াবহ চেতনায় তূর্যনিনাদ।

অকুতোভয়ের প্রাণের সহস্র প্রমাণ
আমার এই আপাদমস্তক অস্তিত্ব জুড়ে আছে।
আরো আছে
আকাশ নক্ষত্রের সাক্ষীতে-সৌহার্দ্য মনের সহস্র জলছাপ।।
আকাশ আজ স্যাঁতসেঁতে মেঘের মেলা
অকুতোভয়ের প্রাণ আজ আকাশ সমান!

বহুকাল তোমায় দেখিনা
কয়েকটা বছর কিংবা কয়েকটা যুগ।

পূর্ববর্তী নিবন্ধঅচেনা প্রলয়!
পরবর্তী নিবন্ধমরু দুলালের আগমনী