বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করলেন চট্টগ্রাম ওয়াসার এমডি

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

বাড়তি বেতন-ভাতা চান না চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। ওয়াসার বোর্ডের মাধ্যমে নিজের বেতন বাড়ানোর যে আবেদন করেছিলেন সেই আবেদন ৬৬ তম বোর্ড সভায় প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে ৬৫তম বোর্ড সভায় আলোচ্যসূচি ছিল চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহর বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি। তখন বোর্ড সভা বিষয়টি বিবেচনার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিল।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৬৬তম সভায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তার বেতন বাড়ানোর প্রস্তাবটি মৌখিকভাবে প্রত্যাহার করে নেন।
উল্লেখ্য, গত বছরের ৪ মে অনুষ্ঠিত ওয়াসার ৬১ তম বোর্ড সভায় ওয়াসার এমডির বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে বোর্ড সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যজিত কর্মকারকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়। তবে কমিটি বেতন বাড়ানোর বিষয়ে কোনো সুপারিশ না করায় এ বছরের ২৪ জানুয়ারি অনুষ্ঠিত ওয়াসার ৬৫ তম বোর্ড সভায় নতুন করে আলোচ্যসূচিতে অন্তর্ভূক্ত করেন বেতন বাড়ানোর বিষয়টি। ওই সভায়ও বেতন ভাতা বাড়ানোর বিষয়টি বিবেচনার জন্য নতুন করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার ৬৬তম বোর্ড সভায় বেতন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। তবে বিষয়টি নিয়ে আলোচনার আগেই চট্টগ্রাম ওয়াসার এমডি নিজেই বেতন বাড়ানোর আবেদন প্রত্যাহার করে নেন। যার ফলে বিষয়টি নিয়ে আর কোনো আলোচনা হয়নি।
ওয়াসা সূত্র জানায়, বর্তমানে একেএম ফজলুল্লাহর মূল বেতন ১ লাখ ৮০ হাজার টাকা। তবে সেই বেতন দেড়শ শতাংশ বাড়ানোর জন্য বোর্ড সভায় আবেদন করেছিলেন।
জানা গেছে, ঢাকা ও খুলনা ওয়াসার এমডিদের বেতন চট্টগ্রাম ওয়াসার এমডির চেয়ে অনেক বেশি। ঢাকা ওয়াসার এমডির বেতন ৬ লাখের কাছাকাছি। খুলনা ওয়াসার এমডির বেতন ৪ লাখ। অথচ চট্টগ্রাম ওয়াসার এমডির মূল বেতন ১ লাখ ৮০ হাজার টাকা। বাড়ি ভাড়া, চিকিৎসা, আপ্যায়ন, বিশেষ ভাতাসহ মিলিয়ে তিনি পাচ্ছেন মোট ৩ লাখ ১৭ হাজার টাকা।

পূর্ববর্তী নিবন্ধবেশিরভাগ অটিস্টিক শিশু সম্ভাবনাময়
পরবর্তী নিবন্ধমহেশখালীতে দেড় হাজার ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার