বেগুন, শসা ও মরিচের দাম আরো বেড়েছে

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

রমজানের প্রথম দিনেও দরবৃদ্ধি অব্যাহত রয়েছে বেগুন, শসা ও কাঁচা মরিচের। গতকাল একদিনের ব্যবধানে বেগুন কেজিতে ১০ টাকা, শসা ১০ টাকা এবং কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। রমজান আসার কয়েকদিন আগে থেকে সবজি তিনটির দাম কেজিতে প্রায় দ্বিগুণ বেড়েছে।
গতকাল নগরীর কাজীর দেউড়ি কাঁচা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৯০ টাকা, কাঁচা মরিচ কেজি ৬০ টাকা এবং শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা। সবজি বিক্রেতা মো. আলী হোসেন জানান, রমজানে শসা, বেগুন এবং কাঁচা মরিচের চাহিদা বেড়ে গেছে। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহে সংকট রয়েছে। তাই গত এক সপ্তাহ ধরে দামও বাড়তি রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘ব্যর্থতা ও দায় পরীক্ষা নিয়ন্ত্রকের’
পরবর্তী নিবন্ধকোন দিকে এগোচ্ছে পাকিস্তান, আবার ভোট নাকি অন্যকিছু