বেকারি মালিকসহ ৫ জনকে ৯২ হাজার টাকা জরিমানা

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় অনুমোদন বিহীন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় বেকারী মালিকসহ পাঁচ জনকে ৯২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলার দেওদীঘি বাজারে এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

গতকাল সকালে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দেওদীঘি বাজারে অভিযান চালায়।

এসময় অনুমোদন বিহীন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিপননের দায়ে ঢাকা বেকারীকে ৫০ হাজার টাকা, আলিফ ফুডস এন্ড কপি শপকে ২০ হাজার টাকা, দুই ডাম্পার ট্রাক চালক ও এক অটোরিকশা চালককে লাইসেন্স না থাকায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ চ্যানেলে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সিকিউর সিটির স্বপ্ন পূরণ উৎসব উদ্বোধন