বেইজ বিলিয়ার্ডসের নাইন বল পুল সম্পন্ন

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

বেইজ বিলিয়ার্ডস এর উদ্যোগে ইন হাউস নাইন বল পুল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা গত ২০ ডিসেম্বর রাতে সম্পন্ন হয়। এতে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন অনিক রহমান এবং রানার্স আপ হন জানি আলম। তিন ঘন্টা স্থায়ী এই খেলায় বেইজ বিলিয়ার্ডসের খেলোয়াড়রা ছাড়াও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিপিএল ছাড়লেন ওয়াকার ইউনুস, আসছেন ড্যারেন গফ
পরবর্তী নিবন্ধপতেঙ্গা পাবলিক স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ