ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের আইনজীবীদের সংগঠন বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যাণ সমিতি–ঢাকা কার্যকরী পরিষদ নির্বাচন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের কনফারেন্স রুমে গত ২৪ জানয়ারি সম্পন্ন হয়েছে।
নির্বাচনে ভোটাররা স্বাস্থ্যবিধি মেনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশের সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল এবং সিনিয়র এডভোকেট মু. মুরাদ রেজা এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীরা হলেন, সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী, সহ সভাপতি ফখর উদ্দিন, এস এম আরিফ, সহ সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, পারভেজ চৌধুরী, এসএম ইফতেখার উদ্দিন চৌধুরী, নুরুল আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল হক, মির্জা মুহাম্মদ শোয়েব মুহিত, হুমায়ুন কবির এহসান, রাবেয়া বেগম, এহসানুল হক রিটন, সৈয়দ ইরফান, আবু মহিউদ্দিন খোকন, কেএম সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, রোকন উদ্দিন মু. ফারুক, মাসুদুল হক, জসিম উদ্দিন, শামীমা পারভীন রুপা, ওয়াহিদা আফরোজ চৌধুরী, আসিফ আক্তার রুমেল, সালাহ উদ্দিন সিকদার, জাহেদুল আলম চৌধুরী, আলম খাঁন, ফয়সাল দস্তগীর, আমীরুল ইসলাম খোকন, মুজাহিদুল আওয়াল নুরী (রাজিব), মুজাহিদুল ইসলাম, এসএনএম ইব্রাহিম খাঁন এবং ফাতেমা লাকী। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী, কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট সাইফুদ্দিন আলম চৌধুরী এবং ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মোহাম্মদ আবুল হাশেম। প্রেস বিজ্ঞপ্তি।