ত্বকে ২১ ঘণ্টা, প্লাস্টিকে আটদিন বাঁচতে পারে ওমিক্রন

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

 

 

করোনার প্রাথমিক ধরনের তুলনায় ত্বক এবং প্লাস্টিকের উপরিভাগে প্রায় দ্বিগুণ সময় ধরে বেঁচে থাকতে পারে ওমিক্রন, আলফা, বিটা এবং ডেল্টা। শরীরের ত্বকে ২১ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনার নতুন রূপ ওমিক্রন। একই সঙ্গে প্লাস্টিকের উপরেও বেঁচে থাকতে পারে আট দিন পর্যন্ত। আর এই কারণেই, করোনার নতুন এই রূপ ছড়িয়ে পড়তে বেশি সময় নিচ্ছে না। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। এক সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

সমীক্ষা অনুযায়ী, কোভিডের প্রাথমিক ধরন প্লাস্টিকের উপর ৫৬ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু কোভিডের আলফা, বিটা, গামা এবং ডেল্টা প্লাস্টিকের উপর গড়ে যথাক্রমে, ১৯১.৩ ঘণ্টা, ১৫৬.৬ ঘণ্টা, ৫৯.৩ ঘণ্টা এবং ১১৪ ঘণ্টা বেঁচে থাকতে পারে। তবে, ওমিক্রন প্লাস্টিকের উপর গড়ে সর্বোচ্চ ১৯৩.৫ ঘণ্টা পর্যন্ত বাঁচতে পারে। ত্বকের ক্ষেত্রেও, ভাইরাসের মূল রূপের বেঁচে থাকার গড় সময় ৮.৬ ঘণ্টা। তবে করোনার ধরন আলফা ১৯.৬ ঘণ্টা, বিটা ১৯.১ ঘণ্টা, গামা ১১ ঘণ্টা, ডেল্টা ১৬.৮ ঘণ্টা এবং ওমিক্রন ২১.১ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সম্প্রতি জাপানের কিয়োটো প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব মেডিসিনের গবেষকরা উহান শহরে শনাক্ত সার্সকোভ২ ভাইরাস এবং এর ধরনগুলোর মধ্যে পরিবেশগত স্থিতিশীলতার পার্থক্য বিশ্লেষণ করেছেন। এই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, পরিবেশে করোনার রূপগুলোর উচ্চ সহনশীলতার কারণেই এই ভাইরাস মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে। সমীক্ষায় আরও উল্লেখ করা হয়েছে যে, করোনার সমস্ত রূপগুলোর মধ্যে ওমিক্রনের পরিবেশগত সহনশীলতা সর্বোচ্চ। তাই এই নতুন ধরন অন্য ধরনগুলোর তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ছে। এই বৈশিষ্ট্যের জন্য ওমিক্রন, ডেল্টা ধরনকেও দ্রুত প্রতিস্থাপন করতে পারে বলেও সমীক্ষায় বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যাণ সমিতি-ঢাকার কার্যকরী পরিষদ নির্বাচন
পরবর্তী নিবন্ধআহমদ হোসেন